ধনপুরঃ
দুই উপ নির্বাচনী কেন্দ্রে জোড় প্রচার চালাচ্ছে শাসক দল বিজেপি। দুই কেন্দ্রে প্রার্থীদের জন্য এলাকা চষে বেড়াচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রী বিধায়করা। ধনপুরে এই তালিকায় রয়েছেন বিশালগড়ের বিজেপি বিধায়ক সুশান্ত দেব।
ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের জন্য বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে উঠান সভা এবং পথ সভায় অংশ নিচ্ছেন সুশান্ত দেব। শুধু তাই নয় বুথে বুথে প্রার্থীর জন্য স্কোয়াডিংও করছেন বিজেপির এই তরুন বিধায়ক। রবিবার এক সভায় সুশান্ত দেব বলেন ধনপুরকে ২০২৩ এর সাধারণ বিধানসভা নির্বাচনেই বামমুক্ত করেছে ধনপুরবাসী , এই উপ নির্বাচনে জয়ের ব্যবধানকে আরও বৃদ্ধি করতে ধনপুরের ভোটারদের কাছে আপীল করেন বিজেপি বিধায়ক সুশান্ত দেব।