ধনপুরঃ প্রধানমন্ত্রী মোদির নামেই উপ নির্বাচনে ভোট চাইছে বিজেপি। ধনপুর উপ-নির্বাচনে বি.জে.পি প্রার্থী বিন্দু দেবনাথের জন্য মোদীর নামেই ভোট চাইলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিন্দু দেবনাথের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপ-নির্বাচন নিয়ে বিরোধীরা অনেকটা শীত ঘুমে থাকলেও পরপর দু-দিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির ৫০ নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট ১৪ টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। এলাকার আব্দুল গফুর ,আশীষ লোধ ,আবুল হোসেন ,প্রিয়লাল দাসদের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দেশ ও রাজ্যের উন্নয়নের নিরিখে বিধানসভা কেন্দ্রটির বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়া। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও।
তিনি বলেছেন এযাবৎ হওয়া ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে তিনি আশাবাদী ১৫০০০ হাজারের বেশী ভোটার ব্যবধানে জয়ী হতে পারেন তিনি । ৫ সেপ্টেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপ-নির্বাচনকে সামনে রেখে ধনপুর ও বক্সনগরে ঘাঁটি গেড়ে পরে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোন নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এই অবস্থায় স্থানীয় নেতাদের নিয়েই একপ্রকার নীরবে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন ২ কেন্দ্রের বাম প্রার্থীরা।