গোলাঘাটিঃ নেশায় আসক্ত হচ্ছে রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত রাজ্যের স্বপ্ন আজ নিছক প্রবাদে পরিনত। কর্মসংস্থানের অভাব এবং তারই সাথে নেশার বিরুদ্ধে পুলিশের গোপন আপোষে আজ অলিতে গলিতে নেশার সম্রাজ্য ছড়িয়ে পড়েছে। আর এতে আসক্ত হয়ে পড়ছে রাজ্যের শিক্ষিত বেকার যুবকরাও। বিশালগড়ের নেশার এপিসেন্টার অফিসটিলা বাজার। অফিসটিলার রামু, মিঠু, বাপিরাই এখন সমগ্র মহকুমার কৌটা পাচারের দায়িত্বে। গোলাঘাটি থেকে সুতারমুড়া, চড়িলাম থেকে কামথানা সব নেশাখোরদের বাঁচিয়ে রেখেছে এই রামু, মিঠুরা। গোলাঘাটিতে নেশার জন্য একশ টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে এক যুবকের মুখেও তাদেরই নাম শোনা গেল। গোলাঘাটি বাজার সংলগ্ন এলাকায় কানন সিং এর দোকানের ক্যাশ বাক্স থেকে দিনদুপুরে একশ টাকা চুরি করতে গিয়ে ধরা পরে এলাকারই টুটন দাস নামে এক যুবক। অভিযুক্ত যুবক স্বীকার করে নেশা করার জন্যই সে চুরি করেছে। পরে তাকে তুলে দেওয়া হয় টাকারজলা থানার পুলিশের হাতে।