ধর্মনগরঃ
রাজ্যে গবাদিপশু পাচার বর্তমানেও অব্যাহত। রাজ্য সরকার অবৈধ গবাদিপশু পাচার রোধে সোচ্চার হলেও একাংশ থানার পুলিশকে মোটা প্রনামি দিয়ে ম্যানেজ করে অন্তরাষ্ট্রীয় গবাদিপশু পাচারকারী রাগব বোয়ালরা গবাদিপশু পাচার অব্যাহত রেখেছে। বিশেষ করে ঊনকোটি জেলার বেশ কিছু অন্তরাষ্ট্রীয় গবাদিপশু পাচারকারী উত্তর জেলার রামনগর এলাকার জনা কয়েক যুবককে হাত করে এই পাচার বানিজ্যের সাম্রাজ্য গড়ে তুলেছে। কিন্তু সেই অন্তরাষ্ট্রীয় গবাদিপশু পাচার রোধে উত্তর ও ঊনকোটি জেলার থানার পুলিশ অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহন করছে। অনুরুপ মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার ইয়াকুব নগর বিওপির ১৩৯ নং বি এস এফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানাধীন মঙ্গলকালি এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে কৈলাশহর অভিমুখী TR02H/1899 এবং TR02K/1914 নম্বরের দুটি বলেরো গাড়ি আটক করে তল্লাশি চালালে বলেরো গাড়িতে মজুদ ২৪টি গরু আটক করে বি এস এফ জওয়ানরা।সাথে আটক করা হয় পানিসাগরের রামনগর এলাকার নুরুল ইসলাম,সফিজুল ইসলাম এবং কৈলাশহরের ইসাক আলী নামের তিন গবাদিপশু পাচারকারীকে।সকল আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে গরু সমেত দুটি বলেরো ও তিন গবাদিপশু পাচারকারীকে ধর্মনগর থানার হাতে তুলে দেয় বি এস এফ জওয়ানরা। এদিকে স্হানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অপরদিকে ধৃত এক গবাদিপশু পাচারকারী জানায়,গরু গুলি কৈলাশহরের সুন্দর আলী নামের এক ব্যক্তির। তারা শুধু রামনগর এলাকা থেকে কৈলাশহর নিয়ে যাওয়ার কথা ছিল। তারপর গরু গুলি বাংলাদেশে পাচার হবার কথা ছিল। তাছাড়া এই গরু গুলি রাম নগর এলাকার এক যুবক তাদের কাছে হস্তান্তর করেছিল। উল্লেখযোগ্য যে,এই রামনগর এলাকা থেকেই বার্মা থেকে আসা বার্মিজ গরু সহ দেশী গরু অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে বলে খবর।