বিশালগড়ঃ ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি। রাজ্যের প্রতিটি পঞ্চায়েতস্তরে উদযাপিত হবার পর শনিবার রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি পালিত হয়। বিশালগড় মহকুমার সরকারটিলা উচ্চ বিদ্যালয়েও এই অনুষ্ঠানটি উৎসবের মেজাজে উদযাপিত হয়। ৭৫ টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধকতার উন্মেষ তৈরীর উদ্দেশ্যে দেলপ্রেমের উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার অবসরপ্রাপ্ত সামরিক ও আধাসামরিক বাহীনির জওয়ানদের সন্মান জানানো হয়। তিরঙ্গায় রঞ্জিত করা হয় গোটা বিদ্যালয়কে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করে। রীর সেনানীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেব্বর্মা, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্যামল দেবনাথ, মধ্যলক্ষীবিল পঞ্চায়েত প্রধান মানিক দাস সহ অন্যান্যরা।