ধর্মনগরঃ এবার সাধারণ জনতার হাতে আটক হেরোইন সমেত এক টমটম চালক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রেল গেইট সংলগ্ন দূর্গাপুর এলাকায়। জানা গেছে সম্প্রতি দূর্গাপুর এলাকার কিছু নেশা কারবারি বহিরাগত নেশা কারবারি সাথে মিশে নেশার রমরমা বাণিজ্য গজিয়ে তুলেছে। পুলিশ নেশা বিরোধী অভিযান চালালেও নেশা কারবারিদের বাগে আনতে সম্পূর্ণ রুপে সক্ষম হয়নি। অবশেষে দূর্গাপুর এলাকার স্হানীয় জনতা একত্রিত হয়ে নেশা বিরোধী অভিযান শুরু করেন। অবশেষে শনিবার সন্ধ্যা নাগাদ স্হানীয় দূর্গাপুর এলাকার জনগণ জানতে পারেন এক টমটম চালক দক্ষিণ নয়াপাড়া শিশু তীর্থ স্কুলের কাছে হেরোইন নিয়ে ফেরি দিচ্ছে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলে সেখান থেকেই বারো কৌটা হেরোইন সমেত এক হেরোইন কারবারি তথা টমটম চালককে আটক করে স্হানীয় জনতা।জানা যায় ধৃত যুবকের নাম নান্টু পাল,বাড়ি পূর্ব হুরুয়া এলাকায়।পরে ধর্মনগর থানায় খবর দিলে স্হানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেরোইন সমেত ধৃত টমটম চালককে থানায় নিয়ে আসে।
সাথে স্হানীয় থানার পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে।