বিলোনিয়াঃ বিলোনিয়া শহর জুড়ে চুরির হিড়ি ক অফিস বিদ্যালয় বাড়িঘর দেবালয় প্রতিনিয়তই ঘটছে চুরিকাণ্ড তেমনি একটি ঘটনা ঘটলো আজ শনিবার বিলোনিয়া কলেজ এলাকায় বাসিন্দা প্রণব চৌধুরী বাড়িতে, ওনার এক ছেলে পাইলট, সেই সুবাদে প্রণব চৌধুরী ছেলের সাথে পরিবার নিয়ে কলকাতাতে থাকেন, নির্জনতা এবং একাকিত্বের সুযোগে প্রণব চৌধুরীর বাড়ি থেকে চোরের দল উনার ঘরে থাকা মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। দেখাশোনা করার দায়িত্বে যিনি আছেন প্রতিদিনের ন্যায় আজ বিকেল পাঁচটার দিকে যখন দেখতে যান দেখেন বাড়ির সব জিনিস লন্ডভন্ড আছে, দেখে তিনি হতবাক হয়ে যান, সাথে সাথে খবর দেন বিলোনিয়া থানার পুলিশে, ছুটে যায় বিলোনিয়া থানা থেকে পুলিশ ।এখন দেখার বিষয় চুরিকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে এবং চুরিকান্ডের কূলকিনারা করতে পুলিশ কতটুকু সক্ষম হন।