
ধর্মনগরঃ এক নাবালিকা অপহরনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম হাফলং এলাকায়।ঘটনার বিবরনে জানা গেছে,পশ্চিম হাফলং গ্রাম পঞ্চায়েতের ১০ নং ওয়ার্ড এলাকার জনৈক এক ব্যক্তির বাড়িতে শ্রাবণ মাসের সোমবারে নিয়ম মেনে ভোলা বাবার পূজো ছিল। পূজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার (৮ আগষ্ট) ঐ বাড়িতে খাওয়ার আয়োজন করে আশপাশের বাড়ি ঘরে নেমন্তন্ন করা হয়।পাশের বাড়িতে নিমন্তন্ন খেতে যায় এক নাবালিকা। কিন্তু নেমন্তন্ন খেয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। পরিবারের লোকজন গোটা গ্রাম সহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেও কোথাও নাবালিকাকে পাননি। অবশেষে এ মূলে নাবালিকার পরিবারের তরফে ধর্মনগর মহিলা থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। এদিকে অপহৃতা নাবালিকার পরিবারের অভিযোগ,প্রতিবেশী রূপা তাঁতি ও গোপাল তাঁতি দুই ভাই বোন মিলে ঐ নাবালিকাকে অপহরন করেছে।

অপরদিকে মহিলা থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলেও অপহৃতা নাবালিকাকে এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে গোটা ঘটনায় অপহৃতা নাবালিকার পরিবারে যেমন উৎকণ্ঠা বিরাজ করছে তেমনি গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।