আগরতলাঃ
মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় সমাজদ্রোহীদের আস্কারা বৃদ্ধি। প্রতিবাদ করায় প্রান নাশের হুমকি স্থানীয় ক্লাব সদস্যদের। সমাজদ্রোহী নেশা কারবারিদের বিরুদ্ধে এবার অভিনব কায়দায় মাঠে নামল ক্লাব ও এলাকারবাসী। নেশা কারবারীর ছবি সহ প্রতিবাদ স্বরুপ সাংবাদিক সম্মেলন করল ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসী। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র বরদোয়ালীর সুভাষ পল্লী এলাকার দুই সমাজদ্রোহী এবং নেশা কারবারি রাজেশ দে এবং রাজু দে’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এদিন সাংবাদিক সম্মেলন করে স্থানীয় কৌরবস ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী।