Home BREAKING NEWS Tripura Education Dept. সাত মাস আগে উদ্বোধন হওয়া ছাত্রী হোস্টেল এখনো চালু হয়নি

Tripura Education Dept. সাত মাস আগে উদ্বোধন হওয়া ছাত্রী হোস্টেল এখনো চালু হয়নি

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

সাত মাস পূর্বে হোস্টেলের উদ্বোধন করে গেছেন তৎকালীন শিক্ষামন্ত্রী । তবে এখনো সেই হোস্টেলে যাবার ব্যবস্থা হয়নি ছাত্রীদের। সাব্রুম মহকুমার বেতাগা এডিসি ভিলেজে শ্যামসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ৫০ আসন বিশিষ্ট বালিকা হোস্টেলের দালান বাড়ি তড়িঘড়ি করে তৎকালীন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ গত ডিসেম্বর মাসে উদ্বোধন করে গেলেও সেই ভবনে ছাত্রীদের এখনো স্থানান্তর করা সম্ভব হয়নি। দালান বাড়ি নির্মাণ হলেও পানীয় জল এবং বিদ্যুতের কোন ব্যবস্থা করা হয়নি। সেই কারণে ছাত্রীদেরকে বিদ্যালয়ের একটি বিল্ডিংয়ের  ক্লাশঘরের মধ্যেই বহু কষ্ট করে থাকতে হচ্ছে। এতে  তাদের পঠন পাঠন এবং অন্যান্য নানাবিধ অসুবিধা হচ্ছে। বুধবার এলাকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিদ্যালয়টি পরিদর্শনে গেলে তাঁর কাছে ছাত্রীছাত্রীরা এবং তাদের গার্ডিয়ানরা অভিযোগ জানান। পানীয় জল, অনিয়মিত বিদ্যুৎ এবং বাউন্ডারি ওয়াল না থাকার কারণে মেয়েদের অসুবিধা হচ্ছে। তাছাড়া এই বিদ্যালয়ের পিওর সাইন্স এবং রাষ্ট্রবিজ্ঞানের কোন  শিক্ষক নেই। বিদ্যালয়ে মেয়েদের জন্য হোস্টেল খোলা হয়েছে কিন্তু একজনও মহিলা শিক্ষক নেই। বিধায়ক শ্রী চৌধুরী সমস্ত বিদ্যালয় ঘুরে দেখেন, ছাত্রছাত্রী এবং তাদেএ গার্ডয়ান্দের আশ্বস্ত করে বলেন তিনি আগরতলা ফিরে গিয়েই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই বিষয় সমূহ তুলে ধরবেন।

You may also like