
উত্তরপ্রদেশ:
টোম্যাটো চুরি রুখতে বাউন্সার ভাড়া করেছিলেন উত্তরপ্রদেশের বারাণসীর লঙ্কা এলাকার এক সব্জি বিক্রেতা। কালো পোশাকে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই বাউন্সার। কেউ টোম্যাটো নিতে গেলে আগে টাকা দিতে হচ্ছে, তার পর টোম্যাটো কেনার অনুমতি দেওয়া হচ্ছে। এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল দিন কয়েক আগে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ অন টাইম।
সেই ভিডিয়ো ভাইরাল হতেই ওই সব্জি বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ঘটনাচক্রে, দোকানের মালিক সমাজবাদী পার্টির এক জন সক্রিয় কর্মী। নাম অজয় ফৌজি। তাঁর সব্জির দোকানে কাজ করেন রাজনারায়ণ যাদব এবং তাঁর ছেলে বিকাশ যাদব। তাঁদের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও দোকানের মালিক অজয়ের কোনও হদিস পায়নি পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক অজয়।