
ঋষ্যমুখঃ
অভিভাবক হীন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র । বিজেপি দলের অস্তিত্ব এক প্রকার সংকটের মুখে। ভরসা করতে পারছে না মন্ডল সভাপতির উপর। সাধারণ কর্মীরা সমস্যার মুখে , কার কাছে যাবে তা নিয়ে ভেবে পাচ্ছে না। এমত অবস্থায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ও কর্মীদের ধরে রাখতে মাঠে ময়দানে অশেষ। প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্যকে কাছে পেয়ে উজ্জীবিত সাধারণ কর্মী থেকে শুরু করে কার্য কর্তারা।এই অশেষ এক সময়ের ঋষ্যমুখ মন্ডল সভাপতি ছিলেন। কিন্তু দলের অন্দরে কিছু নেতৃত্বের ষড়যন্ত্রের শিকার হয়ে মন্ডলের পদ হারিয়ে প্রাক্তন হয়ে যায় অশেষ বৈদ্য। প্রদেশ নেতৃত্বদের সিদ্ধান্তকে মাথায় নিয়ে পদ হারিয়েও দলের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছে প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য । চলছে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র জুড়ে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে নয় বছরের পূর্তি উপলক্ষে সেবা সুশাসন ও গরীব কল্যান কর্মসূচিকে সামনে রেখে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযান। সেই অভিযানের কর্মসুচি নিয়ে মাঠে নামতে দেখা গেল প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্যকে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রায় ষাট থেকে সত্তোর জন দলের কর্মী ও কার্য কর্তাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করে প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্য। বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানটি হয় ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত ২১ নং বুথ এলাকায়। সাথে ছিলেন সংশ্লিষ্ট বুথ এলাকার নেতৃত্বরা। ঋষ্যমুখ মন্ডলের ২১ নং বুথ কার্যালয় থেকে অভিযানটি শুরু হয়। এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য অশেষ বৈদ্য তুলে ধরে সংশ্লিষ্ট এলাকার বাড়ির লোকজনদের কাছে জানতে চান নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের কাজ গুলো নিয়ে খুশি কিনা। যাদের বাড়িতে যাচ্ছে তারা সবাই কাজে খুশি বলে জানান। জন সম্পর্ক অভিযান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য বলেন,শুধু সময়ের অপেক্ষা ২০২৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে,এবং এও বলেন জনসম্পর্ক কর্মসূচিতে জনগণ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করছে এক অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান।