চন্ডিপুরঃ
ভারতীয় জনতা পার্টি চন্ডিপুর মন্ডলের যুব উদ্যোগে আজ রবিবার কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয় । । শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন শ্রম ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির চন্ডিপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি বাবুল দেব, বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে চন্ডিপুর বিধানসভার অন্তর্গত যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে আজ সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী টিঙ্কু রায় সকল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সম্বর্ধনা তুলে দেন পাশাপাশি ভারতীয় জনতা পার্টির চন্ডিপুর মন্ডলের যুব মোর্চা এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় খুশি চন্ডিপুর বিধানসভা এলাকার মানুষ।