বিশালগড়ঃ
শনিবার বিশালগর কড়ইমুড়া ছায়ানট কমিউনিটি হলে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের ২য় সিপাহীজলা জেলা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন এর উদ্বোধন করেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা এিপুরা পাম্প অপারেটর সংঘের এিপুরা প্রদেশ কমিটির উপদেষ্টা জীতেন দাস। তাছাড়াও উপস্থিত ছিলেন পাম্প অপারেটর সংঘের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকদ্বয় এলিয়াজ হোসেন ও সুমন দে, প্রদেশ কমিটির সহ সভাপতি সন্জীব ভৌমিক, কোষাধ্যক্ষ গৌতম গৌতম বনিক সহ অন্যান্যরা। এদিনের এই সভায় সোনামুড়া এবং বিশালগড় মহকুমা কমিটি গঠন করা হয়। সোনামুড়া মহকুমা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শ্যামল দে এবং সাইফুল খান নির্বাচিত হন। বিশালগড় মহকুমা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে বিজয় রায় ও উজ্জ্বল দেব নির্বাচিত হন। উপস্থিত রাজ্য নেতৃত্বরা আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটির সফলতা কামনা করেছেন।