
বিশালগড়ঃ
মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় এক মহিলা। ঘটনাটি ঘটে গেল বৃহস্পতিবার বিকেল চারটায় বিশালগড় নদীলাখ এলাকায়। জানাযায় বিশালগড় বন্ধন মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ৩ নং শাখা থেকে অনেক পড়বেই লোন নিয়েছিলেন নদিলাখের হাজেরা বেগম। যা দীর্ঘ তিন মাস পূর্বে হাজেরা বেগম তার বোনকে নিয়ে সম্পূর্ণভাবে লোনের টাকা পরিষ্কার করে দিয়ে এসেছিলেন। দীর্ঘ তিন মাস পর পুনরায় বিগত দুদিন যাবত হাজেরা বেগমের বাড়িতে দুজন বন্ধন মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের কর্মীরা চাপ দিতে থাকেন বলে অভিযোগ। জানাযায় হাজেরা বেগম তার বৃদ্ধ মাকে নিয়ে একা বাড়িতে থাকেন, ছেলে কাজের সূত্রে চেন্নাই থাকে। কোন কিছু বোঝার আগেই হাজেরা বেগম বন্ধন মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের কর্মীদের চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে দেশকে আত্মহত্যার চেষ্টা করেন। পারা প্রতিবেশী দেখতে পেয়ে দ্রুত হাজেরা বেগমকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে সেখান থেকে জিবি রেফার করা হয়। অন্যদিকে হাজেরা বেগমের বাড়িতে বন্ধন মাইক্রো ফাইন্যান্স কর্মীরা যখন চাপ সৃষ্টি করতে থাকে, তখন উত্তেজিত এলাকাবাসী তাদেরকে আটক করে রাখে । তাদের দাবি হাজেরা বেগমের যদি কোন কিছু হয় তাহলে তার পরিবারকে সম্পুর্ন ক্ষতিপূরণ দিতে হবে এই কোম্পানীর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ।