গন্ডাছড়াঃ
বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমায় TR01G3106 নাম্বারের একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি ১৪ জন যাএী নিয়ে প্রায় দুশত ফুট নিচে খাদে পরে যায়। ঘটনা গন্ডাছড়া মহকুমা ভগীরথ এলাকার মধুহরি পাড়ায়। এদিন ছিল গন্ডাছড়ায় হাটবার। বাজার সেড়ে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। চালক গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে প্রায় দুশত ফুট নিচে পড়ে যায়। ঘটনা বেলা দুইটায়। খবর দেওয়া হয় গন্ডাছড়া দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহকুমার হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। তার মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ধলাই জেলার কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। তার মধ্যে আশঙ্কা জনক একজন গর্ভবতি মহিলা রয়েছেন এবং ১১ বছরের এক শিশু।
আহতরা হলেন
(1)sri Khargajoy Tripura(45)s/o lt.Ananda mn.Tripura
(2)sri Sunanda Tripura(55)
S/o lt. Hemanta Tripura
(3) Smt.Sita devi Tripura(26)
W/O sri Rachitra Tripura
(4) sri Bima hari Tripura (45)s/o lt.Balaram Tripura
(5)Sri Daharam Tripura (23)s/o lt.Bidhan Tripura
(6) sri Priyajoy Tripura(27)s/o sri Sambusha Tripura
(7)Smt.Prafulla Tripura (69)w/o sri Patanjoy Tripura
(8)sri Annajoy Tripura (42)s/o lt.Dhagendra Tripura
(9)Sri pradhan joy Tripura(42) s/o sri Kanta kr.Tripura
(10)Miss Karmita Tripura (12)D/O sri Annajoy Tripura
(11)Smt.Dahari Tripura (38) w/o sri Joy ram Tripura
(12)sri Gunadhar Tripura (25)s/o Bidhan ch.Tripura
(13)Sri Kunja mohan Tripura (51) s/o Subinya Tripura and
(14)Smt.Kaibala Tripura (45)w/o sri Kunja mn.Tripura