Home BREAKING NEWS দামছড়া দিয়ে রাজ্যে আসছে অবৈধ শূয়র

দামছড়া দিয়ে রাজ্যে আসছে অবৈধ শূয়র

by News On Time Tripura
0 comment

দামছড়াঃ

দামছড়া থানার ওসির তৎপরতায় ফের অসম ফেরৎ পাঠানো হলো বলেরো বোঝাই নিষিদ্ধ শুয়রের বাচ্চা। জানা গেছে,গপোন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টা নাগাদ অসম থেকে অবৈধভাবে দামছড়া থানার ত্রিপুরা অসম সংযোগী রাধা কিশোর পুর এলাকা দিয়ে দামছড়ায় প্রবেশের পথে নিষিদ্ধ শুয়রের বাচ্চা বোঝাই TR01AV/1533 নম্বরের একটি বলেরো গাড়ি আটক করে পুলিশ।পরে ARDD দপ্তরের নির্দেশিকা অনুযায়ী  নিষিদ্ধ শুয়রের বাচ্চা বোঝাই বলেরো গাড়িটিকে অসমে ফেরৎ পাঠিয়ে দেয়।এমর্মে ওসি রাজু ভৌমিক টেলিফোনিক সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,শুয়র বহিঃ রাজ্য থেকে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ (ban) করেছে ARDD দপ্তর। এদিকে উল্লেখযোগ্য যে, পূর্বে বহিঃ রাজ্য থেকে রাজ্যে শুয়র প্রবেশে কোন নিষেধাজ্ঞা ছিলনা। কিন্তু সম্প্রতি ভাইরাস জনিত কারনের জন্য বহিঃ রাজ্য থেকে শুয়র রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ARDD দপ্তর।তারপর থেকে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি দিয়ে শুয়র প্রবেশ বন্ধ হয়ে যায়। কিন্তু পাচারকারী চক্র দামছড়া থানা এলাকাকে করিডোর করে রাজ্যে শুয়র পাচার জারি রাখে। যদিও দামছড়া থানার ওসি রাজু ভৌমিক দক্ষতার সহিত শুয়র বোঝাই গাড়ি আটক করে অসমে ফেরত পাঠিয়ে দিচ্ছেন।কিন্তু কোন আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। সেক্ষেত্রে পাচারকারীদের মনে ধরপাকড়ের ভয় না থাকায় পুলিশের অনুপস্থিতিতে দামছড়া এলাকা দিয়ে শুয়র বোঝাই গাড়ি রাজ্যে অহরহ প্রবেশ করছে। সেক্ষেত্রে ARDD দপ্তর শক্ত হাতে শুয়র পাচার রোধের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লাগু করুক। অন্যথায় শুয়র পাচার রোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato