
তেলিয়ামুড়াঃ
মর্মান্তিকভাবে বাজ পড়ে মৃত্যু হল ৬৫ বছরের এক কৃষকের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকায়, বুধবার।
ঘটনার বিবরণে জানা যায়,, অন্যান্য দিনের মতো বুধবার নিজ কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন স্থানীয় খোকন মালাকার নামের এক কৃষক। এরপর বুধবার বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলে যে যার মত ছুটতে থাকেন। হঠাৎ করে খোকন মালাকার বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে প্রত্যক্ষদর্শী সহ উনার পরিজনেরা খোকন বাবুকে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্ব পালনরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন।
গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে।
শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মৃতদেহ রয়েছে তেলিয়ামুড়া হাসপাতালে, যতটুকু খবর ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে।