
মুঙ্গিয়াকামীঃ
একেই বলে কারোর পৌষ মাস আর কারোর ভাদ্র মাস। চৈত্রের তীব্র দাবদাহের পর এবার স্বস্তির ঝড় বৃষ্টিতে যেমন কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। তেমনি এক দরিদ্র পরিবারের জন্য কাল বয়ে এনেছে। বুধবারের কালবৈশাখীর ঝড়ের তীব্র হাওয়া এবং ভারী বর্ষনে ভেঙে তছনছ হয়ে যায় এক হতদরিদ্র পরিবারের মাথা গোজার একমাত্র ঠাই টুকু। ঘটনা, মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অধীন পূর্ব লক্ষীপুর এডিসি ভিলেজের ১নং ওয়ার্ডে।
সংবাদে প্রকাশ, বুধবার দিনের কালবৈশাখীর ঝড়ে ভেঙে তছনছ হয়ে যায় পূর্ব লক্ষীপুর এডিসি ভিলেজের ১নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামা চরণ দেববর্মার পরিবারের মাথা গোজার একমাত্র ঠাই বসত ঘরটি। দিন এনে দিন খাই অবস্থা এই শ্যামা চরণ দেববর্মার। কোনোরকমে বাশ বেত দিয়ে একটি ঘরে নিজ স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছিল শ্যামা চরণ। কিন্তু, বুধবারের কালবৈশাখী ঝড় কাল হয়ে দাঁড়ায় শ্যামাচরণের জন্য। পরিবার নিয়ে মাথা’গুজার একমাত্র ঠাই’টুকু ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচেই এখন শ্যামাচরণ দেববর্মা সহ তার পরিবারের ঠাই। জানা যায়, সরকারিভাবেও আবাস যোজনার কোন ঘরের সুবিধা পায়নি শ্যামাচরণ দেববর্মা ও তার পরিবার। এখন বাস বেতের তৈরি একমাত্র মাথা গোজার ঠাইটুকু হারিয়ে এখন প্রশাসনের কাছে সাহায্যের আরজি জানায় শ্যামাচরণ দেববর্মা।
এখন এটাই দেখার বিষয় এই সংবাদ সম্প্রচারের পর শ্যামাচরণ দেববর্মার প্রতি কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রশাসন।।