খোয়াই: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন ।ঘটনা মঙ্গলবার বেলা দুইটা নাগাদ খোয়াই কমলপুর সড়কের জাম্বুর এলাকায়। আহতরা হল নাসেরা বেগম এবং নুরু উদ্দিন। তাদের বাড়ি কমলপুর। অপর আহত ব্যক্তির নাম রতন তাঁতি, বাড়ি খোয়াই লাটাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এদিন দুপুর নাগাদ কমলপুর থেকে নিজ পালসার বাইক নিয়ে খোয়াই আসছিল নুরুদ্দিন এবং নাসারা বেগম, অপরদিক থেকে আরও একটি বাইক নিয়ে রতন তাঁতি কমলপুরের দিকে যাচ্ছিল। জাম্বুরা এলাকায় আসতে একটি বাঁকে মোড় নিতে গিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুই বাইক থেকে তিনজনই ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়।এদের মধ্যে নাসারা বেগম এবং নুরুদ্দিনের শারীরিক অবস্থা সংকট জনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। রতন তাঁতী বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি বাইক আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জাম্বুরা এলাকায়