বিশালগড়ঃ ক্রমশই বাড়ছে যান দুর্ঘটনার পরিসংখ্যা। অত্যাধিক গতি এবং মাদকাশক্ত হয়ে যান চলাচল এর পেছনে অন্যতম কারন। সোমবার মধ্যরাতে বিশালগড় বাইপাস সড়কে পণ্যবাহী অটো দূর্ঘটনায় গুরুতরভাবে আহত বিক্রম দেবনাথ নামের এক যুবক। বিশালগড় বাইপাসের ব্রীজ সংলগ্ন এলাকায় যুবকের দেহ দেখতে পেয়ে স্থানিয়রা খবর পাঠায় বিশালগড় দমকল অফিসে। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় রাজধানির জিবি হাসপাতালে । দমকল কর্মীদের অভিযোগ, আহত যুবক মদমত্ত অবস্থায় ছিল।