
কৈলাশহরঃ লোকসভা নির্বাচনের আগে সাধারন মানুষের সমস্যা নিয়ে মাঠে নামতে চাইছে কংগ্রেস। কৈলাশহরে কংগ্রেসের বিধায়ক থাকা সত্বেও পুর পরিষদ বিজেপির দখলে। আর সেই পুর পরিষদের পরিষেবা নিয়ে নানাহ অভিযোগ তুলে সোমবার সরব হল কৈলাশহর জেলা কংগ্রেস। কৈলাসহর পুর পরিষদ এলাকার প্রতিটি নর্দমা অতি দ্রুত যথাযথ ভাবে পরিস্কার করে শহরের জল নিস্কাশন ব্যবস্থাকে সুনিশ্চিত করা, কৈলাসহর পুর পরিষদ এলাকার প্রতিটি বাড়ির সম্পদ কর সঠিক ভাবে নির্ধারন করা এবং কৈলাসহরের মাছ ও মাংস বাজার প্রতিদিন পরিস্কার করে বাজারের পরিবেশকে দূষনমুক্ত রাখার দাবী সহ মোট দশ দফা দাবিতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান ছাড়াও ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা রতন দত্ত, অঞ্জন চক্রবর্তী, দিব্যেন্দু দেব, দিলিপ দাশ, রুনু মিঞা, হদিশ মিঞা, আশীষ সেনগুপ্ত সহ জেলা কংগ্রেসের আরও অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, প্রতি বছর বর্ষা আসার আগেই কৈলাসহরের পুর এলাকার ড্রেইন পরিস্কার করা হয়ে থাকে, কিন্তু চলতি বছরে বর্ষা আসার পরও আজ অব্দি পুর এলাকার ড্রেইন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি। যার ফলে সাম্প্রতিক কালে সামান্য বৃষ্টি হবার পর শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে যায়। এরপরও পুর কর্তাদের কোনো ধরনের হেলদোল নেই। অবিলম্বে পুর এলাকার ড্রেইন পরিস্কার পরিচ্ছন্ন করা না হলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান জানান। তাছাড়া যে দশ দফা দাবি নিয়ে মহকুমাশাসক প্রদীপ সরকারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে সেসব সমস্ত দাবী বাস্তবায়নে মহকুমাশাসক খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান।