জাপান: ক্রিকেট অন্ধ ভারতীয়দের এবার চোখ খুলবার পালা। ক্রিকেট খেলোয়ারদের পাশাপাশি দেশের অন্য খেলোয়াড়দেরাও সমান ভালবাসার দাবি রাখে । ক্রিকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও হকিতে সোনার দিন ভারতের। মহিলাদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে তারা। এই প্রথম বার মহিলাদের জুনিয়র এশিয়া কাপ জিতল ভারত।
জাপানের কাকামিঘারায় ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছিলেন ভারতের মেয়েরা। কিন্তু প্রথম কোয়ার্টারে গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারে ২২ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অন্নু। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে সহজ সুযোগ ফস্কেছিলেন অন্নু। কিন্তু ফাইনালে সুযোগ ছাড়েননি তিনি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে মাটি ঘেঁষা শটে গোল করেন তিনি। এর আগে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে এক বারই ফাইনালে উঠতে পেরেছিল ভারত। ২০১২ সালে ব্যাঙ্ককে ফাইনালে চীনের কাছে ২-৫ গোলে হারতে হয়েছিল ভারতকে। তবে এ বার জিতেই মাঠ ছাড়ল ভারত।