বিশালগড়: বিশালগড় থানা থেকে পুলিশের হাতে তাসের জুয়ার আসর থেকে আটক তিন ব্যক্তিকে ছাড়িয়ে নিতে বিশালগড় থানা ঘেরাও করল পঞ্চায়েত নেতারা। রাত ৮ টায় গ্রাম্য এলাকায় তাসের আসর বসায় স্থানীয় কতিপয় নিবাসী। অভিযোগ এই তাসের আড়ালে চলে জুয়ার আসর । আর সেই তাসের আড্ডা থেকে ৩ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে বিশালগড় থানার পুলিশ। আটক করে থানায় নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পঞ্চায়েত স্তরীয় কিছু নেতা বিশালগড় থানায় এসে পুলিশ অফিসারদের ধমকাতে থাকে এবং অতিসত্বর আটককৃত তিন অভিযুক্ত কে ছেড়ে দেওয়ার জন্য বলে । তাদের যুক্তি অভিযুক্ত তিনজন বসে ২৯ খেলছিল যা জুয়া খেলার সামিল নয় । আর সে কারণেই পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরে আটককৃতদের ছেড়ে দেওয়ার জন্য থানা ঘেরাও করে স্থানীয় নেতারা।