সাব্রুম:
সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ী উল্টে স্কুলপড়ুয়া ছাত্রী সহ আহত একাধিক।
ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম মহকুমা,সাব্রুম থানার অন্তর্গত ১১ই জুন তথা আজ রবিবারদিন বেলা ১২টা নাগাদ একটি যাত্রী বোঝাই মেজিক গাড়ী মনু বাজার থেকে সাব্রুমে আসার পথে সাব্রুমের দমদমা এলাকায় সাব্রুম-আগরতলা ৮-নং জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দ্রুত গতিতে থাকার ফলে। ঘটনাস্থল থেকে পথচলতি জনগণের চেষ্টায় সেখান থেকে আহতদের উদ্ধার করে সাতজনকে নিয়ে আসে সাব্রুম মহাকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। এরমধ্যে এক স্কুল পড়ুয়া ছাত্রী ও রয়েছে । আর বাকী চারজনের চিকিৎসা চলছে সাব্রুম মহাকুমা হাসপাতালে। এই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান সাব্রুম থানার এ. এস. আই.