
ঋষ্যমুখ: ঋষ্যমূখ হাসপাতালের পরিষেবার গাফিলতিতে প্রাণ হারালো আহত টমটম চালক।রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থা বর্তমানে কি হাল তা আবারো উঠে এল ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে । স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের অসহযোগিতা । সময়মতো এম্বুলেন্স পরিষেবা না পাওয়া , চালককে খুঁজে না পাওয়া, বিকল হয়ে পরে থাকা এম্বুলেন্স পরিষেবা, সব কিছু মিলিয়ে যেন স্বাস্থ্য পরিষেবা একে বারে তলানিতে । যার ফলে চিকিৎসা নিতে আসা রোগীরাও ঠিক মতো পরিষেবা না পেয়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে । এমনই অভিযোগ উঠে আসছে বার বার । চিকিৎসকের অসহযোগিতা সহ সময়মতো এম্বুলেন্স পরিষেবা না পেয়ে প্রান হারালো দুর্ঘটনা কবলে পড়া চিকিৎসা নিতে আসা এক টমটম চালকের এমনই অভিযোগ, তুললো খোদ ভারতীয় মজদুর সংঘের অটোরিকশা ইউনিয়নের পক্ষ থেকে কার্যকর্তারা । শনিবার দুপুরে টমটম তথা টোটো উল্টে গিয়ে দূর্ঘটনায় নিহত এক, আহত এক। এই দূর্ঘটনাটি ঘটে ঋষ্যমুখ ব্লকের কৃষ্ণনগর ভারত বাংলা সীমান্তবর্তী তার কাঁটা এলাকায় । নিহতের নাম গৌতম রায়। বয়স বিশ বছর । অপরদিকে আহতের নাম অজয় বিশ্বাস । অজয় বিশ্বাসের বয়সও বিশ বছর। তাদের উভয়ের বাড়ি ঋষ্যমুখ শ্রীপুর এলাকায় । সাথে সাথে কিছু প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় দূর্ঘটনাগ্ৰস্ত কবলে পরা গৌতম ও অজয় এই দুই জনকে নিয়ে আসা হয় ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক গৌতম ও অজয়কে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থা দেখে স্থানান্তরিত করে দেয় বিলোনিয়া ফাস্ট রেফারেল হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হলেও সময় মতো এম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় নি । এম্বুলেন্স থাকলেও , চালককে খুঁজে পাওয়া যায় নি । চালককে খুঁজে পাওয়া গেলেও । এম্বুলেন্স স্টার্ট করা যায়নি । অবশেষে ধাক্কা দিয়ে করতে হলো এম্বুলেন্স স্টার্ট ।অ্যাম্বুলেন্স চালককে খুঁজে বের করা সহ এম্বুলেন্সকে চালু করতে গিয়ে প্রায় ঘন্টা খানেক লেগে গেলো সময় । অবশেষে ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তাদেরকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৌতম রায়ের শারীরিক পরীক্ষা নিরিক্ষা করার পর মৃত বলে ঘোষণা দেন। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে । খবর পেয়ে থানা থেকে হাসপাতালে ছুটে আসে পুলিশ। পুলিশ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। আগামীকাল বিলোনিয়া হাসপাতালে ময়নতদন্তের পর গৌতমের নিথর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে । এইদিকে গৌতমের মৃত্যুর খবর পেয়ে শোকে মুহ্যমান পরিবারের লোকজন সহ ঋষ্যমুখ শ্রীপুর এলাকাবাসীরা।