Home BREAKING NEWS পাহাড় চষে বেড়াচ্ছেন মানিক সরকার

পাহাড় চষে বেড়াচ্ছেন মানিক সরকার

by News On Time Tripura
0 comment

রাইমাভ্যালিঃ ঘরে বসে নেই সিপিআইএম, পাহাড় চষে বেড়াচ্ছেন মানিক সরকার। যাচ্ছেন সাধারনের মাঝে। চারজন প্রতিনধি নিয়ে গন্ডাচগড়া রাইমা ভ্যালির এডিসি ভিলেজে জন সম্পর্ক করলেন মানিক। মানিক সরকারের সাথে ছিলেন রাধাচরণ দেববর্মা, প্রাক্তন সিইএম রতন ভৌমিক এবং সুধন দাস। রাইমাভ্যালি বিধানসভার গঙ্গানগর, মালদা পাড়া, গঙ্গানগর বাজার সেড এবং গন্ডাছড়া হাতির মাথা, পরিশেষে রামনগর নাক্কাছড়া ভিলেজের চাকমা পাড়ায় জন সম্পর্ক করেন। শুনেন সাধারন মানুষের কথা। বিজেপি সরকারের শাসনকালে কেমন আছেন জনজাতিরা। রেশনের সামগ্রি পাচ্ছে কিনা সঠিকভাবে, গ্রামে বিদ্যুৎ, শিক্ষা, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো এবং রাস্তা সঠিক আছে কিনা , এই সব নিয়ে আলোচনা করেন সাধারনের সাথে।

You may also like