কুমারঘাটঃ কুমারঘাটে ফের রাস্তা অবরোধ, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কুমারঘাট দারচই রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। সংবাদে প্রকাশ কুমারঘাট থেকে দারচই যাবার রাস্তাটি বিগত বহুদিন ধরে বেহাল অবস্থা। এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা দিয়ে কুমারঘাট এফসিআই গোডাউনের বড় বড় লরি হেবি লোড নিয়ে আসা-যাওয়া করার কারণে রাস্তার বেহাল অবস্থা। তাই একপ্রকার ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাট মহকুমা শাসক অফিসে কর্মরত D C M ও কুমারঘাট পূর্ত দপ্তর অফিসের S D O সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এসে এলাকাবাসীদের এক মাসের মধ্যে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে প্রতিশ্রুতি দেন। পরবর্তী সময়ে এলাকাবাসী দুপুর একটা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়।