বিশালগড়ঃ কর্মব্যস্ত জীবনে সাংবাদিকরা তাদের পরিবারকে সময় দিতে পারেন না। দিন রাত, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা সমাজ ও দেশের জন্য মানবকল্যানে কাজ করে যান। আর এই বিরামহীন কাজের চাপে কোথাও উপেক্ষিত থাকে তাদের পরিবার। আর সেই কথাটা ভাবলেন একজন বিধায়ক। নিজ উদ্যোগে স্বপরিবারে সাংবাদিকদের কিছুটা আনন্দের মুহুর্ত কাটানর ব্যবস্থা করেন।
বিশালগড় থেকে জয়লাভ করে তরুন বিধায়ক সুশান্ত দেব তার গৃহীত নানা পদক্ষেপের মধ্য দিয়ে সারা রাজ্যে নজির স্থাপন করছেন। সবার থেকে একটু আলাদাভাবে ভাবা এবং কাজ করার তার এই বিচক্ষণতা বরাবরই বিশালগড়বাসীর সাথে গোটা রাজ্যবাসীকে প্রভাবিত করছে। সোমবার সন্ধ্যায় বিশালগড় মহকুমার কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবারদের সাথে কুশল বার্তা বিনিময় নামক এক অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক সুশান্ত দেব।
বিশালগড়ের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আহুত এই অনুষ্ঠানে সাংবাদিকদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্মান জানান বিধায়ক। পরে সকলের জন্য রাত্রিকালীন ভোজনের ব্যবস্থাও করা হয়। বিধায়ক বলেন সাংবাদিকদের প্রশংসা তাকে অনুপ্রেরণা যোগায় আরও বেশি করে কাজ করতে। তার পাশাপাশি তিনি আবেদন রাখেন আমি কাজ করলে বলবেন কিন্ত আমার ভুল হলেও তা একই দক্ষতায় তুলে ধরবেন। এদিন বিশালগড়কে নেশামুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিধায়ক।
অপরাধমুক্ত এবং নেশামুক্ত বিশালগড় গড়ে তুলতে সকলের সাহায্য চেয়েছেন তিনি। এদিনের এই অভিনব অনুষ্ঠানকে ঘিরে বিশালগড়ের কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবেরের সদস্যদের মধ্যে ব্যপক উৎসাহ এবং আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়।