Home BREAKING NEWS পৃথক দুটি যান দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

পৃথক দুটি যান দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

by News On Time Tripura
0 comment

ধর্মনগর:

রবিবার উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন কৃষ্ণপুর ট্রাইজংসন ও বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৃথক দুটি পথ দূর্ঘটনা সংঘটিত হয়। এদিনের পৃথক দুটি পথ দূর্ঘটনায় মিঠন নাথ(৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিমেষ নাথ ও শোহিনি সেনগুপ্ত নামের অপর দুজন। পুলিশ পৃথক দুটি পথ দূর্ঘটনার মামলা রুজু করে তদন্তে নেমেছে। জানা গেছে, রবিবার দুপুর বারোটা নাগাদ ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর ট্রাইজংসন এলাকায় TR05C/6151 নম্বরের বাইক এবং TR02D/1945 নম্বরের ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

তাতে বাইক চালক অনিমেষ নাথ ও বাইক আরোহী শোহিনি সেনগুপ্ত গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন।তড়িঘড়ি তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে,আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন। আহতদের মাঝে বাইক চালক অনিমেষের একটি পা ভেঙে গেছে। এদিকে এই দূর্ঘটনার জেরে স্থানীয় কিছু যুবক ট্রাফিক পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। তারপর আন্দোলনকারীদের সাথে কথা বলে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিলে দুপুর প্রায় দেড়টা নাগাদ পথ অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।অপরদিকে এদিন দুপুর দেড়টা নাগাদ বাগবাসা পুলিশ ফাঁড়ির অন্তর্গত বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এল পি জি গ্যাস টেঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর।পত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বাগবাসা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় মাংস বিক্রেতা মিঠন নাথ পিতা কুমুদ নাথ বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নিজের TR05D/6824 নম্বরের প্লাটিনা বাইক দাড় করিয়ে প্রস্রাব করছিলেন। তখন চুরাইবাড়ি অভিমুখে আসা TR01AG/1625 নম্বরের এল পি জি গ্যাস টেঙ্কার এসে দাড়িয়ে থাকা বাইক চালককে সজোরে ধাক্কা মারে।ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাইক চালক।তখন পথ চলতি মানুষ দৌড়ে এলে অভিশপ্ত ট্যাঙ্কার গাড়িটি পালিয়ে যেতে চায়। কিন্তু মানুষ তৎপরতা সহিত গাড়িটিকে আটক করেন।সাথে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা বাইক চালককে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্বনাথ চাকমা তাকে মৃত বলে ঘোষনা করেন।স্হানীয় জনগণ জানিয়েছেন,মৃত ব্যাক্তি বাগবাসা বাজারে মাংস বিক্রি করতেন।ঘরে স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।স্হানীয়রা আরো জানান,বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের উপর প্রায়শই পথ দূর্ঘটনায় পথচলতি মানুষের মৃত্যু ঘটে। মূলত মদ্যপান ও দ্রুত গতিতে গাড়ি চলাচলের ফলেই ঘটছে এই পথ দূর্ঘটনা।তাই দাবি উঠছে পুলিশ প্রশাসন পন্যবাহী গাড়ি গুলির দ্রুতগতির দিকে একটু নজর দিক।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato