শান্তিরবাজারঃ শুক্রবার রাত্রিবেলায় বাইখোড়া থানার এস আই শিবশঙ্কর সাহা একটি বিশেষ অভিযানে নামেন। এই অভিযানের মাধ্যমে ঠাকুরছড়া বাজার থেকে নেশাসামগ্রী সহ এক নেশাকারবারীকে আটক করে এস আই শিবশঙ্কর সাহা। জানাযায় নেশাকারবারী ঠাকুরছড়া এলাকার বাসিন্দা শঙ্কর ঘোষ। তিনি দীর্ঘদিন যাবৎ নেশা সামগ্রী বিক্রিকরেযাচ্ছেন। এমন অভিযোগপেয়ে আজকের অভিযানে নেমে নেশাকারবারীকে আটক করতে সক্ষম হয় বাইখোড়া থানার পুলিশ। শিবশঙ্কর সাহা অভিযানে সফলতা আসায় ঠাকুরছড়ার লোকজনেরা খুবই খুশি। জানাযায় বাইখোড়া থানার এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। নেশাকারবারীর বিরুদ্ধে হাতে একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।