Home BREAKING NEWS জুনমাসের দশ তারিখের মধ্যে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকের ফলাফল!

জুনমাসের দশ তারিখের মধ্যে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিকের ফলাফল!

by News On Time Tripura
0 comment

আগরতলা: মধ্যশিক্ষা পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা প্রায় চূড়ান্ত পর্যায়ে। জুন মাসের ১০ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড: ভবতোষ সাহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এবারের মাধ্যমিকের চেয়ে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato