গন্ডাছড়া: বৃহস্পতিবার সাতসকালে গন্ডাছড়া থানা অন্তর্গত দেবনাথ পাড়া সম্পদ মন্ডল এলাকা থেকে পচা গলা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায় যে গন্ডাছড়া থানা অন্তর্গত মন্ডলপাড়ার স্বপন সরকার নামে এক ব্যক্তির নিজ ঘরের বিছানায় তার পচাগলা মৃতদহ বিছানায় পড়ে আছে। গত রবিবার থেকে চার দিন হল তার কোন খোঁজ খবর ছিল না। ঘরের দরজা ছিল বন্ধ কিন্তু জানালা ছিল খোলা। আজ তিন মাস হবে স্বপন সরকারের স্ত্রী পারিবারিক কলহের জেরে বাপের বাড়ি চলে যান। স্বপন অত্যন্ত মদ্যপান করত, তাই সংসারে সব সময় অশান্তি লেগে থাকতো। ঘরে সে নিজে একাই থাকতেন, পরিবারের কেউই ছিল না। পরিবারের কেউ নেই বললেও চলে। তার বাড়ির পাশে একটু খোলা জায়গা আছে। সেখানে পাড়ার ছোট ছোট ছেলেরা খেলতে জায় বিকাল বেলায়। হঠাৎ তাদের নজর যায় সেই খোলা জানালার দিকে, সেখান থেকে তাদের দিকে অনেক গুলো মাছি তারা করছিল। কৌতূহল বশে তারা জানলা দিয়ে চুপি গিয়ে দেখে যে স্বপন সরকারের পচাগলা মৃত দেহ তার খাটের বিছানায় পরে আছে। ছোট ছোট ছেলেরা ভয় পেয়ে এলাকার বড়দের জানায়। এলাকাবাসীরা ছুটে এসে জানলা দিয়ে দেখেন যে তার পচা গলা দেহ খাটে পড়ে আছে। সঙ্গে সঙ্গে গন্ডাছড়া থানায় খবর দেওয়া হলে গন্ডাছড়া থানার পুলিশ ওসি পলাশ দত্ত এস,আই কাজল দেবনাথ টি এস আর এবং পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন যে ভিতর দিয়ে দরজা লাগানো আর ফ্যান চলছে জানালা ছিল খোলা। পরিশেষে বাধ্য হয়ে দরজার ছিটকারি খুলে পচা গলা মৃতদেহ উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়। আজ ময়না তদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবেন বলে জানান ওসি পলাশ দত্ত। এদিকে এলাকাবাসীর গুঞ্জন স্বপন সরকার আত্মহত্যা করেছেন না অন্যকিছু। তবে দেখার বিষয় ময়না তদন্তের পর কি উঠে আসে। সকলেই অপেক্ষায় আছেন ময়নাতদন্তের জন্য।