দামছড়া:ইন্সপেক্টর রাজু ভৌমিক উত্তর জেলার দামছড়া থানার ওসির চেয়ারে বসতেই মাদক পাচারকারী,গবাদিপশু পাচারকারী সহ মদ পাচারকারীদের ত্রাহি ত্রাহি অবস্থা।চলতি মাসের ২১ তারিখ তিনি দামছড়া থানার ওসির দায়িত্ব নেন। দায়িত্ব নেবার পর থেকেই বার্মিজ সুপারি, বার্মিজ গরু আটক করে দামছড়া বাসীর মন জয় করে নিয়েছেন। অবশ্য সীমান্ত এলাকার থানাতে এধরনের সৎ ও নিষ্ঠাবান পুলিস অফিসারের একান্ত প্রয়োজন।ওসি রাজু ভৌমিক তাঁর সকল স্টাফদের নিয়ে মিটিং করেন কিভাবে বিভিন্ন পাচারকারীদের জালে তুলা যায়।তার উপর ভিত্তি করে স্হানীয় থানার পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মদ বিরোধী অভিযানে বের হয়।মদ বিরোধী অভিযানের সময় বিচি পাড়া এলাকায় TR05F/0221 নম্বরের একটি ইকো গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্রান্ডের ২১৮ বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় ইকো গাড়ির চালক মবোজয় রিয়াং (২০) ও বিনোদন কুমার রিয়াং (৩৩) নামের এক পাচারকারীকে। উভয়েই খেদাছড়া এলাকার বাসিন্দা।বর্তমানে ইকো গাড়ি সমেত বিলেতি মদ ও ধৃতরা স্হানীয় থানার হেফাজতে রয়েছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি রাজু ভৌমিক। তিনি জানিয়েছেন মদ বিরোধী অভিযানে নেমে পঞ্চাশ হাজার টাকার বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান,মদ গুলি দামছড়া থেকে খেদাছড়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।তবে এধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান ওসি।