বিলোনিয়াঃ পথ দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিলোনিয়া মহকুমাতে। প্রতিনিয়ত ছোট বড় যান দুর্ঘটনা লেগেই রয়েছে। আজ বেলা প্রায় দুটো নাগাদ পি আর বাড়ি থানাধীন চোত্তাখোলা এলাকায় একটি গরুর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় একই থানার অন্তর্গত বাতিসা কলোনি এলাকার বাসিন্দা বাইক আরোহী সদাই কুমার ত্রিপুরা (১৭) । সাথে সাথে তাকে নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্য যত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বিলোনিয়া মহকুমা হাসপাতালে রেফার করে দেয়। বিলোনিয়া হাসপাতালে চিকিৎসক সদাই কুমার ত্রিপুরার অবস্থা আশঙ্কা জনক এবং বেগতিক দেখে তড়িঘড়ি উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। চিকিৎসক জানায় সদাই কুমারের অবস্থা এতটাই আশঙ্কা জনক যে উদয়পুর জেলা হাসপাতাল পর্যন্ত পৌঁছানো কষ্টকর হতে পারে। বিলোনিয়া তে এই ধরনের দুর্ঘটনা জনিত রোগীদের চিকিৎসা করার সুযোগ না থাকায় অনেকেই প্রাণ দিতে হচ্ছে। যদিও স্থানীয় জনগণ এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের পক্ষ থেকে দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালের আদলে পরিষেবা প্রদান করার দাবি উঠছে। যেহেতু জেলার এই মহকুমা হাসপাতাল সবচাইতে ব্যস্ততম হাসপাতাল এবং এখানে বেশি রোগির চাপ রয়েছে ও বিশাল বড় এলাকা রয়েছে তাই এই হাসপাতালকে পূর্ণাঙ্গ পরিকাঠামো এবং পরিষেবা দেওয়ার দাবি উঠছে বারবার। তা নাহলে চিকিৎসার অভাবে অকালে ঝরে যাবে আরো কত প্রাণ।