চড়িলাম: আবারো চোরাই কাঠের মিলের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি মিল উদ্ধার করলেও বনদস্যুদের টিকির নাগাল পায়নি বনকর্মীরা। ঘটনা বিশালগড় প্রভুরামপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে চড়িলাম বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে অবৈধ এই কাঠের মিলটি উদ্ধার করেছে। ফরেস্টার সুকান্ত দাস জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে প্রভুরামপুর এলাকায় অভিযান চালায় চরিলাম বনদপ্তরের কর্মীরা। বন কর্মীদের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুরা। পরে ঘটনাস্থল থেকে অবৈধ কাঠের মিলটি উদ্ধার করে নিয়ে আসা হয় চরিলাম বনদপ্তরে। এলাকা সূত্রে খবর সরকারি খাস জমির উপর এই অবৈধ কাঠের মিলটি দীর্ঘদিন যাবত চলছিল। অবশেষে বন দপ্তরের তৎপরতায় কাঠের মিলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।