Home Uncategorized গেহলট-পাইলট দ্বন্দ্ব ঘোচাতে ময়দানে খরগে-রাহুল

গেহলট-পাইলট দ্বন্দ্ব ঘোচাতে ময়দানে খরগে-রাহুল

by News On Time Tripura
0 comment

দিল্লি: কর্নাটকে (Karnataka) জয় আসতেই ফের চাঙ্গা হয়ে উঠেছে কংগ্রেস। চলতি বছরই ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচন। গত নির্বাচনে যার কোনওটিতেই জিততে পারেনি বিজেপি। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে সরকার গড়ে কংগ্রেস। যদিও ‘অপারেশন কমল’-এ ভর করে দেড় বছরের মধ্যে মধ্যপ্রদেশের দখল নেয় বিজেপি। এই পরিস্থিতিতে গত কয়েক মাসে হিমাচলপ্রদেশ ও কর্নাটকের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর লোকসভা নির্বাচনের আগে নতুন উদ্যমে ঝাঁপাল দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। সোমবারই অশোক গেহলট (Ashok Gehlot) ও শচীন পাইলটকে (Sachin Pilot) নিয়ে বৈঠকে বসবেন মল্লিকার্জুন খাড়গে। (Mallikarjun Kharge)। সিদ্দারামাইয়া ও শিবকুমারের কোন্দল মিটিয়ে যে ফর্মুলায় কর্নাটকে সরকার গঠন হয়েছে, সেই ওষুধেই রাজস্থানের ‘মাথাব্যথা’ মেটাতে চাইছে হাইকমান্ড। ইতিমধ্যেই শীর্ষনেতৃত্বের নির্দেশে দফায় দফায় মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ‘বিক্ষুব্ধ’ শচীন পাইলটের সঙ্গে বৈঠক করেছেন প্রথম সারির কয়েকজন নেতা। ২৪, আকবর রোড সূত্রে শোনা যাচ্ছে, মোটামুটি একটি রফাসূত্র ছকে ফেলেছে হাইকমান্ড। কংগ্রেসের বিশ্বাস, রাজস্থানে বর্তমান যা পরিস্থিতি, তাতে সেখানে বিজেপি নয়। কংগ্রেসকে হারাতে পারে শুধু কংগ্রেস। তাই যেভাবে হোক ঘরোয়া কোন্দল মেটাতে মরিয়া গান্ধী-খাড়গেরা।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato