তেলিয়ামুড়াঃ
পৃথক পৃথক দুটি স্থানে পৃথক পৃথক দুটি পথ দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেল তেলিয়ামুড়ার এক সাংবাদিক সহ তেলিয়ামুড়া থানার এক এস.পি.ও এক ও টি.এস.আর জওয়ান। ঘটনা শনিবার গভীর রাতে।
খবরে জানা যায়,,তেলিয়ামুড়ার সাংবাদিক চিরঞ্জীব দেব শনিবার রাতে একটি ই-রিক্সায় করে তেলিয়ামুড়া বাজারের দিক থেকে করইলং-এর দিকে যাবার পথে শিববাড়ি স্থিত মহকুমা পুলিশ আধিকারিকের অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় ই-রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বেশ আহত হয় সাংবাদিক চিরঞ্জীব দেব। তার দুই পায়ে গুরুতর আঘাত লাগে। সেই সময় তার সঙ্গে বেশ কয়েকজন যুবক এই ই-রিক্সায় ছিল। তারাও অল্পবিস্তর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাংবাদিক চিরঞ্জীবকে নিয়ে যাওয়া হয়, তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তার দুই পায়ে দুটি সেলাই লাগে।
অন্যদিকে অপর আরেকটি পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া খামতিংবাড়ি এলাকায়। জানা গেছে,, শনিবার বিকেল নাগাদ দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গাড়ি দুটি বড়মুড়া খামতিংবাড়ি এলাকায় প্রহরার কাজে ছিল তেলিয়ামুড়া থানার এস.পি.ও জওয়ান সঞ্জীব বিশ্বাস ও এক টি.এস.আর জওয়ান মিঠু লাল দাস। তারা যখন রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের কর্তব্য পালন করছিল তখন আচমকাই একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের সহকর্মী ও সাধারণ জনগণের তৎপরতায় নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তাদের একজনের পায়ে এবং অপরজনের বুকে আঘাত লাগে। যদিও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের বাড়ি পাঠানো হয়।
তবে একই রাতে পৃথক পৃথক দুটি স্থানে পথ দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য।