বিশালগড়ঃ
নতুন বিদ্যুৎ মন্ত্রী আকাশ সমান দাবি করলেও বিদ্যুতের সমস্যায় নাজেহাল জনজীবন। গ্রীষ্মের দাবদাহে রাজ্যের চতুর্দিকে বিদ্যুতের বেহাল পরিষেবায় চরম ভোগান্তির শিকার সাধারন মানুষ। ইনভার্টারে চালিত এসি রুমে বসে মন্ত্রী বাহাদুর এই সমস্যার জ্বালা বুঝবেন না এটা স্পষ্ট। বিশালগড়ের দিকে দিকে বিদ্যুতের সমস্যায় অতিষ্ঠ সাধারন মানুষ। ধৈর্যের বাঁধ ভেঙে দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদ এবং বিক্ষোভ। শুক্রবার প্রথমে বিদ্যুতের জন্য পথ অবরোধে বসে বিশালগড়ের কেকে নগর গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকরা। এই দাবদাহে তিনদিন ধরে বিদ্যুৎ নেই এলাকায়। আর এর ফলে গরমের জ্বালার পাশাপাশি জল সরবরাহ, ছাত্রছাত্রীদের পড়াশুনা থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত এলাকার জনগন। আর শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে দুর্গানগর এলাকায় বিশালগড়-বক্সনগর পথ অবরোধে বসে স্থানীয় জনগন। এক সময় অবস্থা উত্তপ্ত হয়ে উঠে । ভাংচুর করা হয় একটি বোলেরো গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দিনের দ্বিতীয় ঘটনাটি একই কারনে, দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা সমাধানে বিশালগড় মহকুমার মধুপুর এলাকা থেকে বিশালগড় জাঙ্গালিয়াস্থিত বিদ্যুৎ অফিসে ডেপুটেশন প্রদান করে স্থানীয় জনগন। তবে ডেপুটেশন, বিদ্যুৎ অফিসে হামলা এইসব নতুন নয় রাজ্যে। তারপরেও পরিষেবা উন্নত না করে সাংবাদিক সম্মেলন করে বড় বড় কথাই সম্বল নেতা মন্ত্রীদের।