বিলোনিয়াঃ
যুবমোর্চার সম্পাদকের বাড়িতে হামলা। স্বদলীয় কোন্দল বিলোনিয়ায়। আনন্দ মেলা বসানোকে ঘিরে ধুন্দুমার মার কাণ্ড বিলোনিয়া শহরের মধ্য পাড়া এলাকায়। এই ধুন্দুমার মার কাণ্ডে এলাকাবাসীর সাথে বচসা । এরপরেই বিলোনীয়া মন্ডলের যুবমোর্চার সম্পাদক জযদেব সাহা সহ সপরিবারে আক্রান্ত । স্বদলীয় এক নেতা সহ সাঙ্গপাঙ্গরা নাকি এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ ৩৫ বিলোনিয়া মন্ডল যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহার । খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরে বিলোনিয়া থানায় মামলা পাল্টা মামলা।
বিলোনিয়া জগন্নাথ বাড়ি সংলগ্ন মধ্যপাড়ায় একটি খালি জায়গায় বসানো হচ্ছে আনন্দমেলার আসর । এই আনন্দ মেলার আসর বসানো নিয়ে আপত্তি ছিল যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা সহ এলাকাবাসীদের । যার ফলে সোমবার রাত আনুমানিক প্রায় সাড়ে ১১ টা থেকে ১২ টা নাগাদ স্বদলীয় এক নেতা দলবল নিয়ে জয়দেব সাহার বাড়িতে হামলা করে এবং বাড়ির টিনের বাউন্ডারি ভেঙে বাড়িতে প্রবেশ করে লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করে গ্রিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে বলে অভিযোগ । পরবর্তী সময়ে জয়দেব সাহা তার বৃদ্ধ মা এবং তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে বলে অভিযোগ। রাতে এই ধরনের হামলা হুজ্জুতির শব্দ পেয়ে এলাকাবাসীরা বেরিয়ে এসে প্রতিরোধ করলে এক সময় তারা এলাকাবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে প্রবল প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে আসে । সকলে একযোগে হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও এই এলাকায় যাতে আনন্দমেলা না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এলাকাবাসীর আরো অভিযোগ বিলোনিয়া শহরের থানা লাগোয়া প্রাণকেন্দ্রে এই ধরনের আনন্দমেলার নামে জুয়ার মেলা হবে। যা এই সুস্থ সমাজের পক্ষে বিপদজনক। তাই অবিলম্বে এই মেলা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।