Home BREAKING NEWS “নতুন ত্রিপুরা, যুব ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা”- TIDC চেয়ারম্যানের অভিনভ উদ্যোগ

“নতুন ত্রিপুরা, যুব ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা”- TIDC চেয়ারম্যানের অভিনভ উদ্যোগ

by News On Time Tripura
0 comment

দক্ষিন ত্রিপুরাঃ

নতুন ত্রিপুরা, যুব ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। রাজ্যকে আত্মনির্ভর করতে , রাজ্যের যুবকদের আত্মনির্ভর করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের নতুন উদ্যোগ। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকেই রাজ্যের শিল্পের উন্নয়নে কাজে ব্যস্ত হয়ে পরেছেন নবাদল বনিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পের বিকাশ ঘটাতে শিল্প নিগমের আওতাধীর এলাকাগুলিও পরিদর্শন করছেন।

মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলা অন্তর্গত সাব্রুমের পশ্চিম জলেফায় Special Economic Zone এবং শান্তিরবাজার ITI কলেজ ও শান্তিরবাজার শিল্প স্থল পরিদর্শন করেন নবাদল বনিক। সাথে ছিলেন শিল্প ও বানিজ্য দপ্তরের অধকর্তা বিশ্বাশ্রী বি। রাজধানীর বোধজংনগর শিল্প নগরী থেকে বেড়িয়ে এসে রাজ্যের প্রতিটি জেলায় ছোট ও মাঝারি শিল্পের প্রসারেই তার এই অভিযান। সাথে রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করে তুলতে শিল্প নিগমের উদ্যোগে একটি অভিনব কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ১০০ জন করে যুবকদের শিল্প প্রতিষ্ঠানে উৎসাহিত করে তলার জন্য আয়োজন করা হবে বিশেষ ওয়ার্কশপের। নতুন ত্রিপুরা, যুব ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা – এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করে তলার মধ্য দিয়ে আগামী দিনে রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার স্বপ্ন দখছেন নবাদল বনিক।

You may also like