চড়িলামঃ সোমবার সকাল দশটায় শুরু হয়ে গেল বিজেপি প্রদেশ কার্যকারিনি বৈঠক। এবছর প্রদেশ কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয় চড়িলাম স্থিত অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়।
উক্ত কার্যকারিনি বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, দুই সাংসদ প্রতিমা ভৌমিক, রেবতী ত্রিপুরা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা সহ দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব। প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করে সভার সূচনা করেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য।
পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুল অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। সভায় প্রদেশ কমিটির সদস্য-সদস্যা, মন্ত্রীগন, বিধায়ক-সাংসদ, জেলা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ বিভিন্ন মোর্চার সভাপতিগন সহ মোট ২০০ জন কার্যকর্তা এই সভায় অংশগ্রহণ করে।