Home BREAKING NEWS বিলোনিয়াতে পালিত হয় লেনিনের ১৫৪ তম জন্ম দিবস

বিলোনিয়াতে পালিত হয় লেনিনের ১৫৪ তম জন্ম দিবস

by News On Time Tripura
0 comment
বিলোনিয়া

বিলোনিয়াঃ সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে শনিবার সকাল বেলা শ্রদ্ধার সাথে লেনিনের ১৫৪ তম জন্ম দিবস পালন করা হয়।” দুনিয়া যেদিন মুক্ত হবে মুক্ত মানুষ বলবে সেদিন লেনিন লেনিন লেনিন”এ স্লোগান কে সামনে রেখে এ দিনের লেনিনের প্রতি শ্রদ্বার্ঘ নিবেদন করেন। বাইশে এপ্রিল সিপিএম বিলোনিয়া মহাকুমা কার্যালয় লেনিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্বার্ঘ ণিবেদন করেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক দীপঙ্কর সেন শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা সহ সিপিআইএম পার্টি কর্মী সমর্থকরা। শ্রদ্বার্ঘ নিবেদনের পর লেনিনের জীবনের উপরে বিস্তারিতভাবে আলোচনা করেন মহকুমা সম্পাদ তাপস দত্ত।

You may also like