Home BREAKING NEWS পাট্টা প্রাপকের জমি দখলমুক্ত করার দাবিতে কাঞ্চনপুরে সড়ক অবরোধ

পাট্টা প্রাপকের জমি দখলমুক্ত করার দাবিতে কাঞ্চনপুরে সড়ক অবরোধ

by News On Time Tripura
0 comment

কাঞ্চনপুরঃ

ফরেস্ট রিজার্ভ বনাঞ্চল সহ পাট্টা প্রাপকের জমি দখলমুক্ত করার দাবিতে কাঞ্চনপুরে সড়ক অবরোধ।।

উত্তপ্ত কাঞ্চনপুর ফরেস্ট রিজার্ভ বনাঞ্চল সহ স্থানীয় পাট্টা প্রাপকের জমি দখল করে নিয়েছে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরী সদস্যরা।। তারই ইঙ্গিতে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ কাঞ্চনপুর পূরানো মোটর স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তার মুখে সড়ক অবরোধ করে একদল জনজাতিরা।। তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন সমতলের বিভিন্ন স্তরের মানুষেরা।। দীর্ঘ আধ ঘন্টা যাবত গোটা কাঞ্চনপুর মহকুমায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল অংশের টি এস আর পুলিশ নিয়ে কাঞ্চনপুর থানার বড়বাবু উদ্যম দেববর্মা ঘটনাস্থলে আসেন।। মহকুমা শাসক রাহুল মোদী সহ সড়ক অবরোধকারীদের সঙ্গে আলোচনাক্রমে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato