Home BREAKING NEWS Karnataka Assembly Election 2023 কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেট্টার! ভোটের আগে কর্নাটকে ভাঙন বিজেপিতে

Karnataka Assembly Election 2023 কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেট্টার! ভোটের আগে কর্নাটকে ভাঙন বিজেপিতে

by News On Time Tripura
0 comment

কর্নাটক:

বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে রবিবারই বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ‘হাত ধরলেন’ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার।

বেঙ্গালুরুর প্রদেশ কংগ্রেস ভবনে জগদীশের যোগদান কর্মসূচিতে খড়্গের পাশাপাশি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এবং এআইসিসির দুই সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং রণদীপ সিংহ সুরজেওয়ালা। কর্নাটকে বিধানসভা ভোটের আগে লিঙ্গায়েত জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা, হুবলি-ধারওয়াড় কেন্দ্রের ৬ বাবের বিধায়ক জগদীশের দলবদল কংগ্রেসকে সুবিধা দিতে পারে বলে মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ। প্রসঙ্গত, বিজেপির টিকিট না পেয়ে শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছিলেন সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তিন বারের বিধায়ক লক্ষ্মণ সড়াভি। সে সময় শিবকুমার বলেছিলেন, ‘‘আরও ১০-১২ জন বিজেপি বিধায়ক কংগ্রেসে যোগ দিতে চাইছেন।’’ লক্ষ্মণকে বেলগাভী জেলার অথানি কেন্দ্রে টিকিট দিয়েছে কংগ্রেস। উত্তর কর্নাটকের প্রভাবশালী লিঙ্গায়েত নেতা লক্ষ্মণ কর্নাটক বিজেপির অন্দরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছিলেন। অন্য দিকে, জগদীশের পরিচতি ‘ইয়েদুরাপ্পা বিরোধী’ হিসাবে।

You may also like