আগরতলাঃ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন অপরেশ কুমার সিং। সোমবার রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য অপরেশ কুমার সিংকে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।