বিশালগড়ঃ সমাজদ্রোহী-দুস্কৃতিদের বিরুদ্ধে আবারো কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সমাজদ্রোহিরা যে কোন রাজনৈতিক দলের হয়না , তা আবার নিজের বক্তব্যে জাহির করলেন মুখ্যমন্ত্রী। আমার দলের হোক, কিংবা উনাদের দলের হোক কাউকে ছাড়া হবে না। আমার দলের তাই বলে ছেড়ে দেব, তা কিন্তু হবে না। এক বার দুবার তিনবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার শুরু হবে একশন। মানুষ এইসব পছন্দ করেনা। রবিবার বিশালগড়ে বর্ষবরণ অনুষ্ঠানে ঠিক এইভাবেই আবারো গন্ডা-মাস্তানরা যারা রাজ্যের শন্তির পরিবেশ কুলশিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যজুড়ে একদল স্বার্থান্বেষী, কালোবাজারি এবং নেশার ব্যবসার সাথে যুক্ত সমাজদ্রোহীরা দলের নাম ভাঁড়িয়ে সনাজকে আশান্ত করার অপপ্রয়াস করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার যে আপোষহীন পদক্ষের জন্য তৈরি তা আবারো জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই অভয় বানিতে খুশি সাধারন মানুষ। বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপর আস্থা রাখছে রাজ্যের সকল স্তরের মানুষ।