বিশালগড়ঃ মুখ্যমন্ত্রী সহজ সরল, তার মানে যা খুশি তা চলবে। তা হবে না। আবারো রাজ্যের সরকারি আমলা কর্মচারিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে প্রখর দাবদাহ। এর মধ্যেই নতুন বছরকে বরন করে নেওয়ার উদ্যোগ গ্রহন করে বিশালগড়। বিশালগড় পুর পরিষদ এবং তথ্য ও সংস্কৃত দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠাটির আয়োজন করা হয় বিশালগড়ের নব নির্মিত টাউনহলে। প্রসঙ্গত অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই টাউনহলটি বেশ কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরেই উদ্বোধন হয়েছিল। কিন্তু রবিবারের অনুষ্ঠানে হলে শীতল বাতানুকলের ব্যবস্থা যথেষ্ঠ না থাকায় ক্ষেপে যান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অংশগ্রহন করা ক্ষুদে শিল্পী এবং দর্শকদের অসুবিধা অনুধাবন করেই মুখ্যমন্ত্রী হঠাতই এই বিষয়ের উপর আলোচনা শুরু করেন। মঞ্চে তখন জেলা শাসকে এবং মহকুমা শাসক উপস্থিত। মুখ্যমন্ত্রী অতিসত্বর এই সকল বিষয়ের সমাধানের নির্দেশ প্রদান করেন এবং তার পাশাপাশি রাজ্যে বিগত দিনের অপসংস্কৃত থেকে বেড়িয়ে আসার আহ্বান রাখেন কর্মচারিদের উদ্দেশ্যে।