গন্ডাছড়াঃ নানা জাতির কৃষ্টি সংস্কৃতির সংমিশ্রনে আমাদের এই ক্ষুদ্র রাজ্য অনেকটাই সমৃদ্ধ। বাড়ি বাড়ি গিয়ে বড়দের স্নান করিয়ে নতুনকে আগমনের সংস্কৃতি। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ধলাঝাড়ী মৈত্রী বৌদ্ধ বিহার কমিটির উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে এবং চাকমা সম্প্রদায়ের বিঝু উৎসবের গোচ্ছে পোচ্ছে বিঝু দিনে আজ ধলাঝাড়ী মৈত্রী বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূজা দেওয়া হয়। সকাল ৯ ঘটিকায় বুদ্ধ পূজা আরম্ভ হয় তারপর চাকমা সম্প্রদায়ের আদি কালের রীতিনীতি মেনে প্রথমে বৌদ্ধ বিহারের শ্রামনদের এবং অষ্টশীলদারি অষ্টাঙ্গদের স্নান করানো হয়, এবং তারপর গ্রামের বয়োজ্যেষ্ঠদের ঘরে ঘরে গিয়ে স্নান করিয়ে প্রার্থনা করা হয় যাতে পুরনো বছরের সব ধরনের পাপ মুক্ত হয়ে নতুন বছর যাতে সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে । এই নতুন বছরের প্রথম দিনে সবার মনে আনন্দের মেলবন্ধন এবং সৌভাতৃত্ববোধের বন্ধন লক্ষ্য করা গেছে।