দিল্লিঃ জাতীয় দলের মর্যাদা হারানোর পর দিনই তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরো রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন। তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। ইস্তফা দেওয়ার খবর স্বীকারও করে নিয়েছেন ফেলেইরো। ২০২৬ সালে ফেলেইরোর সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার প্রায় তিন বছর আগে কেন তিনি পদত্যাগ করলেন? তা নিয়ে প্রশ্ন উঠছেই। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কি তৃণমূলও ছাড়তে চলেছেন? এই প্রশ্নের জবাব অবশ্য এড়িয়ে গেলেন ফেলেইরো। তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘দেখা যাক।’ তৃণমূল সূত্রে খবর, ফেলেইরোর ইস্তফা প্রসঙ্গে কোনও খবর ছিল না বর্তমানে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক পদে থাকা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদের কাছেও।